কুমিল্লা থেকে স্টাফ : উৎসাহ উদ্দীপনার চেয়ে আতংকেই বেশি রয়েছেন শালবনবিহার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কর্মরতরা। কেন্দ্রের পাশে গাবতলি-বেলতলি রোডে সরকারী দলের কর্মীরা বাধা দিচ্ছে ভোটারদের। দফায় দফায় পুলিশী ধাওয়া। ভোটারদের কেন্দ্রে যেকে আতংক। বুথে নৌকা প্রতীকের মেয়র প্রাথীর...